বিগত ১০ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ রোজ রবিবার সমবায় অধিদপ্তর, ঢাকা থেকে একটি পূর্ণাঙ্গ দল অত্র সমিতির বিভিন্ন চলমান কার্যক্রম পরিদর্শনসহ একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন-
জনাব মোঃ শরিফুল ইসলাম, নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, ঢাকা।
জনাব মোঃ হাফিজুল হায়দার চৌধুরী, অতিরিক্ত নিবন্ধক, সমবায় অধিদপ্তর, ঢাকা।
জনাব মোঃ আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালীগঞ্জ উপজেলা।
জনাব মোঃ সাদ্দাম হোসেন, জেলা সমবায় কর্মকর্তা, গাজীপুর জেলা।
জনাব মোঃ আতাউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা, কালীগঞ্জ, গাজীপুর এবং আরো অন্যান্য সমবায় কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প পরিদর্শনে সহায়তা করেন এবং মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অত্র সমিতির ভাইস-চেয়ারম্যান মিঃ নন্দন আগষ্টিন ক্রুশ, জেনারেল সেক্রেটারী মিসেস সনজিতা রোজারিও-সহ অন্যান্য ডিরেক্টরবৃন্দ ও কমিটির সদস্যবৃন্দ।
সভা পরিচালনায় সহায়তা করেন অত্র সমিতির ম্যানেজিং ডিরেক্টর মিঃ রিচার্ড ফ্রান্সিস রোজারিও।
কেএসবি বানিজ্যিক ভবনের (৪র্থ তলায়) ট্রেনিং সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।







