Mathbari Dharmapalli
মঠবাড়ী ধর্মপল্লীর কৃর্তী সন্তানগণ! তারিখঃ ২০ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, রোজ রবিবার!!
ভবন উদ্বোধন ও হস্তান্তর
কেএসবি বিল্ডার্স এর তৈরিকৃত ভবন উদ্বোধন ও ভবন মালিকের নিকট হস্তান্তর
Picnic of MKBSSL
Total Participans 62. Venue - Cox's Bazar, Inani, Himchori and Foys Lake. Date: 11-14 February, 2016.
Mr. Liam Heavin
Mr. Liam Heavin, Team Leader of CPTU visited our office. Date: February, 2016.
“আমাদের অর্থ আমরা করব ব্যবহার; হবে সোনালী সমৃদ্ধ ভবিষ্যতের হাতিয়ার।”
চেয়ারম্যানের স্বাগত ভাষণ
মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে আপনাদেও সকলকে জানাই সমবায়ী প্রীতি ও শুভেচ্ছা। বর্তমানে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সমগ্র বাংলাদেশ ও বাঙালী জাতির জন্য একটি বিশেষ আস্থার নাম। মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ইতিমধ্যে পদার্পন করেছে দশম বছরে এবং এবং এই স্বল্প সময়ের মধ্যেই সমিতি অর্জন করেছে ক্ষুদ্র ব্যবসায়ী ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে স্বর্ণপদক।
আমি বর্তমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সমিতির স্বপ্নদ্রষ্ঠা মিঃ ডেভিড রোজারিও, সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিঃ রবার্ট পংকজ গমেজ, জেনারেল সেক্রেটারী মিঃ সুরেন রিচার্ড গমেজ, জয়েন্ট সেক্রেটারী মিঃ উইলসন রিবেরু, ট্রেজারার মিঃ নন্দন আগষ্টিন ক্রুশ সহ প্রতিষ্ঠাকালীন বোর্ড এর সকল সদস্যদের এবং প্রতিষ্ঠাকালীন ৩০ জন সদস্যদের, যাদের সাহসিকতায় এবং দৃঢ়তায় জন্ম হয়েছিল আমাদের প্রাণপ্রিয় সমিতি। সমিতির জন্মের পর থেকে তিনটি বোর্ড অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব সম্পাদন করেছেন এবং চতুর্থ বোর্ড হিসাবে আমরা বর্তমান বোর্ড ০৬ মে, ২০২২ খ্রীস্টাব্দে দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা পূর্ববর্তী বোর্ডের গ্রহণ করা সকল কার্যক্রম বাস্তবায়ন ও চলমান রেখে পরিকল্পনামাফিক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।
বলা হয়ে থাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে যে কোন প্রকল্পের পঞ্চাশ ভাগ কাজ এগিয়ে যায় আর সেই বিষয়টি মাথায় রেখে তৎকালীন বোর্ড, কর্মকর্তা- কর্মীদের সমন্বয়ে ২০১৬ খ্রীস্টাব্দে মাত্র চার বছর বয়সে প্রথমবারের মত ত্রি-বার্ষিক কর্মপরিকল্পনা এবং বিগত বোর্ড ২০১৯ সালে পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা প্রনয়ন করেন এবং গৃহিত পরিকল্পনা অনুযায়ী সমিতি পর্যায়ক্রমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। ত্রি-বার্ষিক ও পঞ্চ-বার্ষিক পরিকল্পনা প্রণয়নে, যে সকল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তার বাস্তব অবস্থা মূল্যায়ন করা হয় ০৩ ফেব্রæয়ারী থেকে ০৫ ফেব্রæয়ারী ২০২২ খ্রিস্টাব্দে। আমরা আনন্দের সাথে জানাতে চাই, চলতি বছরে আমরা গৃহীত পরিকল্পনার মধ্য থেকে আরো দুইটি প্রকল্পের বাস্তব রূপ দিয়েছি। প্রথমটি নাগরী বাজারে সমিতির নিজস্ব জমিতে তিনতলা বিশিষ্ট আউটলেট এবং অপরটি মঠবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ১৫ (পনের) ইউনিট বিশিষ্ট এ্যাপার্টম্যান্ট প্রকল্প। বোর্ডের যৌথ-সভায় ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যদের সর্বসম্মতিতে এই এ্যাপার্টম্যান্ট প্রকল্পের নামকরণ করা হয়েছে “ কেএসবি স্বপ্ন কুটির -০১”। আপনারা জেনে খুশি হবেন যে, “কেএসবি স্বপ্ন কুটির -০১” এর ১৫ (পনের)টি
show more
ইউনিটের মধ্য থেকে ১৫(পনের)টি ইউনিটই ইতিমধ্যে বিক্রয় সম্পন্ন হয়েছে। আমরা সকলে জানি, ভৌগলিক অবস্থার কারণে একসময়ে অবহেলিত মঠবাড়ী এখন বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। যখনই কোন অঞ্চল উন্নত হয় সাথে সাথে ঐ এলাকার জমির দাম বৃদ্ধি পায় এবং স্থানীয় বসবাসকারীরা খুব দ্রæত তাদের জমি হারায়। মঠবাড়িতে ও তার ব্যতিক্রম ঘটেনি। তাই সমিতি জন্মলগ্ন থেকে ভূমি প্রকল্পে মনোনিবেশ করেছে। ৩০ জুন ২০২২ খ্রীস্টাব্দ পর্যন্ত সমিতি মোট জমির পরিমাণ দাঁড়িয়েছে ১২৪.৬৫ বিঘা । ভূমি প্রকল্পের শুরু থেকে জমির অবস্থান বিবেচনা করে আমরা গৃহায়ন সমস্যার সমাধানের জন্য প্লট বিতরনের কাজ অব্যাহত রেখেছি। আমরা সকলে অবগত আছি প্রতিষ্ঠার পর থেকে গতানুগতিক ঋণ কার্যক্রমকে প্রাধান্য না দিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক মুক্তির জন্য বিভিন্ন আয়মূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং তা সঠিকভাবে বাস্তবায়নও করা হচ্ছে। তবে সামগ্রিক দিক বিবেচনা করে আমরা ঋণ কার্যক্রমও চলমান রেখেছি।
বিশ^জুড়ে করোনা মহামারী কারণে গৃহিত পরিকল্পনার কিছু প্রকল্প বাস্তবায়ন করা যায়নি আর কিছু প্রকল্প বাস্তবতা বিবেচনা করে সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বর্তমানে সমিতি ছোট বড় মিলিয়ে মোট ১২টি প্রকল্প সাফল্যের সাথে চলমান রেখেছে। চলমান প্রকল্প গুলোর মধ্যে রয়েছে কেএসবি ভূমি, ঋণ প্রকল্প, কেএসবি সমবায় বাজার, কেএসবি পরিবহন সার্ভিস, কেএসবি প্রশিক্ষণ কেন্দ্র, কেএসবি বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার, কেএসবি জীম এন্ড ফিটনেস সেন্টার, কেএসবি বিল্ডার্স, কেএসবি বেকারি, কেএসবি বেকারি এন্ড পেষ্ট্রি শপ্-সহ, কেএসবি স্বপ্ন কুটির -০১ প্রকল্প।
পূর্বেই বলেছি সমিতির লক্ষ্যই ছিল এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করা। আমরা বিশ^াস করি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেই সামাজিক উন্নয়ন সম্ভব নয়। সেই সাথে প্রয়োজন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক উন্নয়ন। আর সেই কারণে সমিতি শিশু ও যুব উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছে। সমিতি শুধুমাত্র শিশু ও যুব সমাজ নিয়েই ভাবেনি, অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় আছে বয়স্ক জনগোষ্ঠিও। আমরা বিশ^াস করি অভিজ্ঞতার মূল্য অপরিসীম। আর তাই ২০১৬ সালে ৫০ উর্ধ¦ খ্রষ্টভক্তদের নিয়ে গঠন করা হয় “কেএসবি ক্ষমা ও ভালোবাসা সংঘ”। বর্তমানে “কেএসবি ক্ষমা ও ভালবাসা সংঘ” স্ব-মহিমায় তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমি মঠবাড়ী ধর্মপল্লীর সকল ৫০ উর্ধ্ব খ্রীষ্টভক্তদের এই সংগঠনের সদস্য হওয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি । প্রবীনদের অভিজ্ঞতা আর তারুণ্যের শক্তি একসাথে কাজে লাগিয়ে, আগামী দিনে আমরা একটি আদর্শ সমাজ গড়ে তুলতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ^াস করি।
আপনারা জানের সমিতি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য প্রথম থেকেই কাজ করে যাচ্ছে । সমিতির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন অভিজ্ঞ জনবল । তাই কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে এবং চাকুরীর পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য সুযোগ প্রদানের মাধ্যমে একটি বড় কর্মী বাহিনী গড়ে তুলেছি। আজ আমরা গর্বের সাথে বলতে পারি, ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি তার উদ্দেশ্য বাস্তবায়নে সঠিক পথে এগিয়ে যাচ্ছে। বর্তমানে অত্র সমিতির অধীনে মোট ৫৩ জন কর্মী কর্মরত রয়েছে।
আপনারা অবগত আছেন সমিতির মূল শ্লোগান “আমাদের অর্থ আমরা করব ব্যবহার, হবে সোনালী সমৃদ্ধ ভবিষ্যতের হাতিয়ার”। তাই সমিতি বিভিন্ন আয়মূলক প্রকল্প গ্রহণ করেছে। প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন মূলধন। আর এই মূলধন গঠনের জন্য প্রতিষ্ঠাকালীন সময় থেকে সময় উপযোগী বিভিন্ন প্রোডাক্ট সামনে নিয়ে আসা হয়েছে এবং সাফল্যের সাথে প্রোডাক্ট এর কাজ চলমান রেখে একটি বৃহৎ আকারের মূলধন গঠন করতে সক্ষম হয়েছি। এত স্বল্প সময়ের মধ্যে এত বড় মূলধন সংগ্রহ সম্ভব হয়েছে আমাদের সম্মানিত আমানতকারীদের আন্তরিকতা এবং আমাদের উপর বিশ^াস ও আস্থার ফলশ্রæতিতে। আমি সকল আমানতকারীদের এবং সমিতির সাথে সংশ্লিষ্ট সকলকে সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের সকলের আর্শিবাদ কামনা করছি যেন নিষ্ঠার সাথে আপনাদের আস্থা বজায় রাখতে পারি।
পরিশেষে, আপনাদের সকলকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ।
ধন্যবাদান্তে এবং সমবায়ী শুভেচ্ছান্তে,
পলাশ হিউবার্ট গমেজ
চেয়ারম্যান
মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ
বিশ^জুড়ে করোনা মহামারী কারণে গৃহিত পরিকল্পনার কিছু প্রকল্প বাস্তবায়ন করা যায়নি আর কিছু প্রকল্প বাস্তবতা বিবেচনা করে সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বর্তমানে সমিতি ছোট বড় মিলিয়ে মোট ১২টি প্রকল্প সাফল্যের সাথে চলমান রেখেছে। চলমান প্রকল্প গুলোর মধ্যে রয়েছে কেএসবি ভূমি, ঋণ প্রকল্প, কেএসবি সমবায় বাজার, কেএসবি পরিবহন সার্ভিস, কেএসবি প্রশিক্ষণ কেন্দ্র, কেএসবি বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার, কেএসবি জীম এন্ড ফিটনেস সেন্টার, কেএসবি বিল্ডার্স, কেএসবি বেকারি, কেএসবি বেকারি এন্ড পেষ্ট্রি শপ্-সহ, কেএসবি স্বপ্ন কুটির -০১ প্রকল্প।
পূর্বেই বলেছি সমিতির লক্ষ্যই ছিল এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করা। আমরা বিশ^াস করি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেই সামাজিক উন্নয়ন সম্ভব নয়। সেই সাথে প্রয়োজন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক উন্নয়ন। আর সেই কারণে সমিতি শিশু ও যুব উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছে। সমিতি শুধুমাত্র শিশু ও যুব সমাজ নিয়েই ভাবেনি, অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় আছে বয়স্ক জনগোষ্ঠিও। আমরা বিশ^াস করি অভিজ্ঞতার মূল্য অপরিসীম। আর তাই ২০১৬ সালে ৫০ উর্ধ¦ খ্রষ্টভক্তদের নিয়ে গঠন করা হয় “কেএসবি ক্ষমা ও ভালোবাসা সংঘ”। বর্তমানে “কেএসবি ক্ষমা ও ভালবাসা সংঘ” স্ব-মহিমায় তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমি মঠবাড়ী ধর্মপল্লীর সকল ৫০ উর্ধ্ব খ্রীষ্টভক্তদের এই সংগঠনের সদস্য হওয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি । প্রবীনদের অভিজ্ঞতা আর তারুণ্যের শক্তি একসাথে কাজে লাগিয়ে, আগামী দিনে আমরা একটি আদর্শ সমাজ গড়ে তুলতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ^াস করি।
আপনারা জানের সমিতি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য প্রথম থেকেই কাজ করে যাচ্ছে । সমিতির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন অভিজ্ঞ জনবল । তাই কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে এবং চাকুরীর পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য সুযোগ প্রদানের মাধ্যমে একটি বড় কর্মী বাহিনী গড়ে তুলেছি। আজ আমরা গর্বের সাথে বলতে পারি, ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি তার উদ্দেশ্য বাস্তবায়নে সঠিক পথে এগিয়ে যাচ্ছে। বর্তমানে অত্র সমিতির অধীনে মোট ৫৩ জন কর্মী কর্মরত রয়েছে।
আপনারা অবগত আছেন সমিতির মূল শ্লোগান “আমাদের অর্থ আমরা করব ব্যবহার, হবে সোনালী সমৃদ্ধ ভবিষ্যতের হাতিয়ার”। তাই সমিতি বিভিন্ন আয়মূলক প্রকল্প গ্রহণ করেছে। প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন মূলধন। আর এই মূলধন গঠনের জন্য প্রতিষ্ঠাকালীন সময় থেকে সময় উপযোগী বিভিন্ন প্রোডাক্ট সামনে নিয়ে আসা হয়েছে এবং সাফল্যের সাথে প্রোডাক্ট এর কাজ চলমান রেখে একটি বৃহৎ আকারের মূলধন গঠন করতে সক্ষম হয়েছি। এত স্বল্প সময়ের মধ্যে এত বড় মূলধন সংগ্রহ সম্ভব হয়েছে আমাদের সম্মানিত আমানতকারীদের আন্তরিকতা এবং আমাদের উপর বিশ^াস ও আস্থার ফলশ্রæতিতে। আমি সকল আমানতকারীদের এবং সমিতির সাথে সংশ্লিষ্ট সকলকে সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের সকলের আর্শিবাদ কামনা করছি যেন নিষ্ঠার সাথে আপনাদের আস্থা বজায় রাখতে পারি।
পরিশেষে, আপনাদের সকলকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ।
ধন্যবাদান্তে এবং সমবায়ী শুভেচ্ছান্তে,
পলাশ হিউবার্ট গমেজ
চেয়ারম্যান
মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ
show less
লক্ষ্য ও উদ্দেশ্য
গতানুগতিক ধারার বাইরে গিয়ে যুগের সাথে তাল মিলিয়ে চলার দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয় মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। আর্থ সামাজিক উন্নয়নে নিজেদের অর্থ নিজেদের মধ্যে ব্যবহারের মাধ্যমে সোনালী সমৃদ্ধ ভবিষ্যত গড়ার অঙ্গীকারে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ প্রতিজ্ঞাবদ্ধ। মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নি¤েœাক্ত লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে সমিতির সদস্যদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করছে।
১। মঠবাড়ী ধর্মপল্লীর সমবায়ীদের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্যোক্তা তৈরির মাধ্যমে নানামূখি ব্যবসা প্রতিষ্ঠা ও ব্যবসায়ী তৈরী করা।
২। সমিতির কর্ম এলাকার জনসাধারণের ভূমিরক্ষা ও আবাসন সমস্যা সমাধানে সার্বিক কার্যক্রম পরিচালনা করা।
৩। সদস্যদের শেয়ার, সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে সদস্যদের চাহিদা অনুযায়ী উৎপাদনশীল ও উন্নয়ন পরিকল্পনার বিপরীতে সহজশর্তে ঋণ প্রদান করা।
৪। নারী উদ্যোক্তা তৈরী ও তাদের উৎপাদিত পণ্যসমাগ্রী বিপণন ও বাজারজাত করণের ব্যবস্থা গ্রহণ করা।
৫। সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি; কর্মমূখী প্রশিক্ষণের মাধ্যমে নারী ও যুব উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
৬। টেকসই অর্থনৈতিক ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সময়োপযোগী সকল অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা।
১। মঠবাড়ী ধর্মপল্লীর সমবায়ীদের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্যোক্তা তৈরির মাধ্যমে নানামূখি ব্যবসা প্রতিষ্ঠা ও ব্যবসায়ী তৈরী করা।
২। সমিতির কর্ম এলাকার জনসাধারণের ভূমিরক্ষা ও আবাসন সমস্যা সমাধানে সার্বিক কার্যক্রম পরিচালনা করা।
৩। সদস্যদের শেয়ার, সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে সদস্যদের চাহিদা অনুযায়ী উৎপাদনশীল ও উন্নয়ন পরিকল্পনার বিপরীতে সহজশর্তে ঋণ প্রদান করা।
৪। নারী উদ্যোক্তা তৈরী ও তাদের উৎপাদিত পণ্যসমাগ্রী বিপণন ও বাজারজাত করণের ব্যবস্থা গ্রহণ করা।
৫। সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি; কর্মমূখী প্রশিক্ষণের মাধ্যমে নারী ও যুব উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
৬। টেকসই অর্থনৈতিক ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সময়োপযোগী সকল অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা।
প্রাক্তন চেয়ারম্যানগণ
The following are our former chairmen. Here we represent them with their photo and working period.
NEWS & BLOG
নিজস্ব প্লটের বাউন্ডারী
পূর্বাচলে সমিতির নিজস্ব প্লটের বাউন্ডারী ওয়ালের কার্যক্রম
ভিত্তি প্রন্থর স্থাপন
কেএসবি স্বপ্ন কুটির-০১ (এ্যাপাটমেন্ট)-এর ভিত্তি প্রন্থর স্থাপন।
সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
উপজেলা নির্বাহী অফিসারকে অত্র সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
সমবায় অঙ্গনে কাজের স্বীকৃতি
৪৭ তম জাতীয় সমবায় দিবসে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ কে কালীগঞ্জ থানা সমবায় কার্যালয় থানা পর্যায়ে সফল সমবায় […]
15
PROJECTS
15000
CLIENTS
2000
PRODUCTS
10






