বিগত ০৪ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৫২তম জাতীয় সমবায় দিবসে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ কালীগঞ্জ উপজেলা থেকে “শ্রেষ্ঠ সমবায়ী সমিতি‘‘র স্বীকৃতি অর্জন করেছে।
সমিতির পক্ষ থেকে এই স্বীকৃতি গ্রহণ করেন সমিতির ভাইস-চেয়ারম্যান মিঃ নন্দন আগষ্টিন ক্রুশ, ডিরেক্টর মিঃ সঞ্চয় হেনরী রড্রিক্স, ডিরেক্টর মিঃ হেমন্ত গাব্রিয়েল ক্রুশ।



