আজ ০৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, আর্ন্তজাতিক নারী দিবস। এবারের প্রতিপ্রাদ্য বিষয়- “ নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”। এই স্লোগানকে সামনে রেখে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এবং মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর যৌথ উদ্যোগে আজকে অনুষ্ঠিত হলো আর্ন্তজাতিক নারী দিবস।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
শ্রদ্ধেয় ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও, সিএসসি, পালক-পুরোহিত, মঠবাড়ী ধর্মপল্লী।
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-
মিসেস মেবেল সিলভিয়া রড্রিক্স, প্রজেক্ট কো-অর্ডিনেশন অফিসার, ইউনাইটেড ন্যাশনস্ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বাংলাদেশ।
মিস্ লায়লা নাজনীন, সিনিয়র ম্যানেজার, এইচআর/এডমিন, শো মোশন লিমিটেড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
মিঃ রঞ্জন রবার্ট পেরেরা, চেয়ারম্যান, মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
মিঃ নন্দন আগষ্টিন ক্রুশ, ভাইস-চেয়ারম্যান, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ
মিঃ সুরেন রিচার্ড গমেজ, প্রাক্তন চেয়ারম্যান, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ
অনুষ্ঠানের সভাপতি ছিলেন-
মিসেস মিতালী গ্লোরিয়া রোজারিও, আহ্বায়ক- মহিলা উপকমিটি, মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
এছাড়াও উপস্থিত ছিলেন মঠবাড়ী ধর্মপল্লীর সকল নারীগণ। তাদের প্রাণোবন্ত এবং স্বতস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠান সুন্দর ও স্বার্থকভাবে সম্পন্ন হয়েছে।
আরো উপস্থিত ছিলেন মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এবং মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ- এর সকল কর্মকর্তাবৃন্দ ও কর্মীবৃন্দ।





