বিগত ০১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার কেএসবি ক্ষমা ও ভালোবাসা সংঘের আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়েছে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- ‘‘মর্যাদাপূর্ণ বাধ্যক’’।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সম্মানিত চেয়ারম্যান মিঃ পলাশ হিউবার্ট গমেজ।
গেষ্ট-অব-অনার ছিলেন- শ্রদ্ধেয় ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও, সিএসসি, পালক-পুরোহিত, মঠবাড়ী ধর্মপল্লী।
প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তা ছিলেন শ্রদ্ধেয় ফাদার ড. তপন সি. ডি. রোজারিও, এসোসিয়েট প্রফেসর/প্রাক্তন চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব ওয়ার্ল্ড রিলেজিয়েন এন্ড কালচার, ইউনির্ভাসিটি অব ঢাকা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেএসবি ক্ষমা ও ভালোবাসা সংঘের সভাপতি মিঃ সেন্টু ফুলজেন্স রোজারিও।
আরো উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার খোকন ভিনসেন্ট গমেজ, পালক-পুরোহিত, নাগরী ধর্মপল্লী এবং মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর কর্মকর্তাবৃন্দ, কেএসবি ক্ষমা ও ভালোবাসা সংঘের পরিচালনা পষিদের সদস্যবৃন্দ এবং মঠবাড়ী ধর্মপল্লীর ৫০ উর্ধ্ব প্রবীণ এবং নবীনব্যক্তিবর্গ।
প্রবীন দিবসের এই আয়োজন মঠবাড়ী ধর্মপল্লীবাসীর জন্য একটি আনন্দ মেলা। সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে সফলতার সাথে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা সম্ভব হয়েছে ।
