অদ্য ০৪.০৭.২০২৪ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন মহোদয়ের বিদায় অনুষ্ঠানে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন সমিতির সাবেক চেয়ারম্যান মিঃ সুরেন রিচার্ড গমেজ এবং সমিতির এমডি মিঃ রিচার্ড ফ্রান্সিস রোজারিও। জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন স্যার গাজীপুর জেলায় দায়িত্বে থাকাকালীন সময়ে সর্বদাই অত্র সমিতির সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহায়তা প্রদান করেছেন, আমরা আশা ও বিশ্বাস করি তিনি দায়িত্বের প্রয়োজনে অন্যত্র থাকলেও আমাদের সমিতির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সঠিক পরামর্শ দিয়ে সহায়তা প্রদান করবেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
